| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ‘পানি সমস্যার সমাধান না হলে পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে’


‘পানি সমস্যার সমাধান না হলে পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে’


মুসলিম বিশ্ব ডেস্ক     13 May, 2025     02:34 PM    


পানি সমস্যার সমাধান না হলে পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই হুঁশিয়ারি দেন। 

ইসহাক দার বলেন, ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি। তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।

যুদ্ধবিরতিতে পরিস্থিতি মোটামুটি শান্ত হয়েছিল। দু’পক্ষের সামরিক কর্মকর্তারদের মধ্যে ফোনালাপও হয়। সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। তবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। দেশটি দাবি করছে, কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা। এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি। এরমধ্যে আবার ভারতে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।